সূরা আসর: সময়, জীবন ও সফলতা

সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই সত্যকে সামনে রেখে সূরা আল-আসর আমাদের সময়ের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। আধুনিক যুগে মানুষ যখন ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে বর্তমানকে অবহেলা করে এবং তথাকথিত সফলতার পেছনে ছুটতে গিয়ে দিশেহারা হয়, তখন মাত্র তিনটি আয়াতেই আল্লাহ তায়ালা মানবজাতির জন্য সফলতার চূড়ান্ত রোডম্যাপ দিয়েছেন। সূরা আল-আসর স্পষ্টভাবে জানিয়ে […]