ইসলামে যাকাত ও সাদাকা

ইসলামে যাকাত ও সাদাকা হলো সম্পদ শুদ্ধি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রতিটি মুসলিমের জন্য এগুলো কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং হৃদয়বান ও নৈতিক জীবন গঠনের মাধ্যম। যাকাত নিশ্চিত করে যে সমাজের সম্পদ ন্যায়সঙ্গতভাবে বিতরণ হচ্ছে, আর সাদাকা স্বেচ্ছায় দানের মাধ্যমে আধ্যাত্মিক কল্যাণ ও মানবিক সম্পর্কের উন্নতি ঘটায়। এই ব্লগে আমরা দেখব যাকাত ও সাদাকার মূলনীতি, তাদের প্রয়োজনীয়তা, এবং কিভাবে এগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়।

আল্লাহ তাআলা বলেন-

“যারা নিজেদের মাল রাতে ও দিনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে থাকে, তাদের জন্য সেই দানের সওয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে এবং তাদের কোন ভয় নেই, তারা চিন্তিতও হবে না।” (সূরা আল-বাকারাহ: ২৭৪)

যাকাত: ইসলামের আর্থিক দায়িত্ব

যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটি এবং এটি সম্পদ শুদ্ধি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রধান মাধ্যম।

যাকাতের মূল বৈশিষ্ট্য হলো এটি ফরজ, অর্থাৎ ইসলামের নিয়ম অনুযায়ী সম্পদবান ব্যক্তি এটি দিতে বাধ্য। সাধারণত যাকাতের পরিমাণ সম্পদের ২.৫% নির্ধারিত হয়। এটি কেবল সম্পদ শুদ্ধি নয়, বরং সমাজে দারিদ্র্য হ্রাস এবং সমবায় উন্নয়নের একটি মাধ্যম।

আল্লাহ তাআলা বলেন-

“নিশ্চয় আল্লাহ মু’মিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন কারণ তাদের জন্য (বিনিময়ে) আছে জান্নাত। তারা আল্লাহর পথে যুদ্ধ করে। অতঃপর (দুশমনদের) হত্যা করে এবং (নিজেরা) নিহত হয়। এ ওয়া‘দা তাঁর উপর অবশ্যই পালনীয় যা আছে তাওরাত, ইঞ্জিল ও কুরআনে। আল্লাহর চেয়ে আর কে বেশী নিজ ওয়া‘দা পালনকারী? কাজেই তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছ তার জন্য আনন্দিত হও, আর এটাই হল মহান সফলতা।” (সূরা তাওবাহ :১১১)

যাকাত কবে বাধ্যতামূলক হলো?

কেন তখনই বাধ্যতামূলক করা হলো?

আল্লাহ তাআলা বলেন-

“তাদের সম্পদ থেকে সদাকাহ গ্রহণ করবে যাতে তা দিয়ে তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পার। তুমি তাদের জন্য দু‘আ করবে, বস্তুতঃ তোমার দু‘আ তাদের জন্য স্বস্তিদায়ক, আর আল্লাহ সবকিছু শোনেন সব কিছু জানেন।” (সূরা তাওবা: ১০৩)

যাকাতের শর্তসমূহ

স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্তসাপেক্ষে তার উপর যাকাত ফরয হয়ে থাকে। যেমন:

১. সম্পদের উপর পূর্ণ মালিকানা: সম্পদের উপর যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ সম্পদ, মালিকের অধিকারে থাকা, সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা। যেসকল সম্পদের মালিকানা সুসস্পষ্ট নয়, সেসকল সম্পদের কোনো যাকাত নেই, যেমন: সরকারি মালিকানাধীন সম্পদ। অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য ওয়ক্‌ফকৃত সম্পদের উপরেও যাকাত ধার্য হবে না। তবে ওয়াক্‌ফ যদি কোনো ব্যক্তি বা গোত্রের জন্য হয়, তবে তার উপর যাকাত দিতে হবে।

২. সম্পদ উৎপাদনক্ষম হওয়া: যাকাতের জন্য সম্পদকে অবশ্যই উৎপাদনক্ষম, প্রবৃদ্ধিশীল হতে হবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবার যোগ্যতাই যথেষ্ট। যেমন: গরু, মহিষ, ব্যবসায়ের মাল, নগদ অর্থ ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রীত যন্ত্রপাতি ইত্যাদি মালামাল বর্ধনশীল। অর্থাৎ যেসকল মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম নয়, সেসবের উপর যাকাত ধার্য হবে না, যেমন: ব্যক্তিগত ব্যবহারের মালামাল, চলাচলের বাহন ইত্যাদি।

৩. নিসাব পরিমাণ সম্পদ: যাকাত ফরজ হওয়ার তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত নির্ধারিত সীমাতিরিক্ত সম্পদ থাকা। সাধারণ ৫২.৫০ তোলা রূপা বা ০৭.৫০ তোলা স্বর্ণ বা এর সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের যাকাত দিতে হয়। পশুর ক্ষেত্রে এই পরিমাণ ভিন্ন ।

৪. মৌলিক প্রয়োজনাতিরিক্ত সম্পদ থাকা: সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্ধৃত থাকবে, শুধুমাত্র তার উপরই যাকাত ফরজ হবে। 

এই প্রসঙ্গে আল-কুরআনে উল্লেখ রয়েছে-

“তোমাকে লোকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে। বল, ‘ঐ দু’টোতে আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য উপকারও কিন্তু এ দু’টোর পাপ এ দু’টোর উপকার অপেক্ষা অধিক’। তোমাকে জিজ্ঞেস করছে, কী তারা ব্যয় করবে? বল, ‘যা উদ্বৃত্ত’। এভাবে আল্লাহ তোমাদের প্রতি আদেশাবলী বিস্তারিতভাবে বর্ণনা করছেন, যাতে তোমরা চিন্তা কর।(সূরা আল-বাকারা: ২১৯)

৫. ঋণমুক্ততা: নিসাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তির ঋণমুক্ততা, যাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত। যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্থ হন যা, নিসাব পরিমাণ সম্পদও মিটাতে অক্ষম বা নিসাব পরিমাণ সম্পদ তার চেয়ে কম হয়, তার উপর যাকাত ফরয হবে না। ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল যাকাত ওয়াজিব হয়। তবে এক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো: যে ঋণ কিস্তিতে পরিশোধ করতে হয় সে ঋণের ক্ষেত্রে যেবছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয়, সেবছর সে পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকিটুকুর উপর যাকাত দিতে হয়। কিন্তু ঋণ বাবদ যাকাত অব্যাহতি নেয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। অন্যথায় সে সম্পদের উপর যাকাত দিতে হবে।

৬. সম্পদ এক বছর আয়ত্তাধীন থাকা: নিসাব পরিমাণ স্বীয় সম্পদ ১ বছর নিজ আয়ত্তাধীন থাকা যাকাত ওয়াজিব হওয়ার পূর্বশর্ত। তবে কৃষিজাত ফসল, খনিজ সম্পদ ইত্যাদির যাকাত (উশর) প্রতিবার ফসল তোলার সময়ই দিতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও কোম্পানীর ক্ষেত্রে বছর শেষে উদ্বর্তপত্রে বর্ণিত সম্পদ ও দায়-দেনা অনুসারে যাকাতের পরিমাণ নির্ধারিত হবে।

যাকাতের প্রাপকদের নির্বাচন

যাকাত মূলত দেয়া হয় আল্লাহর রাস্তা বা সমাজের সৎ, অসহায়, দারিদ্র্যপ্রবণ মানুষের জন্য। 

কুরআনে উল্লেখ আছে-

“নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা বণ্টন করা যায়) দাস আযাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।” (সূরা তাওবা 9:60)

যাকাত শুধুমাত্র ধনী ও সম্পদবান মানুষের জন্য নয়। এটি সকল মুসলিমের মৌলিক দায়িত্ব, যা সমাজে ন্যায় এবং সমতা নিশ্চিত করে। যাকাতের মাধ্যমে মানুষ শেখে উদারতা, সহমর্মিতা এবং আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি করতে।

যেখানে যাকাত দেওয়া যাবে না: 

যাকাতের পরিমাণ 

যাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এটি মুসলিমদের সম্পদ বিশুদ্ধ করার, দরিদ্রদের সহায়তা করার এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ইবাদত। যাকাতের হার সম্পদ ও মালিকানার ধরন অনুযায়ী আলাদা হয়। প্রধানত এটি প্রযোজ্য হয় নগদ অর্থ, সোনা-রূপা, ব্যবসায়িক সম্পদ, কৃষিজাত ফসল এবং গবাদিপশুর ওপর।

বিষয়নিসাব (সর্বনিম্ন পরিমাণ)যাকাতের হার
নগদ অর্থ, ব্যাংক জমা এবং ব্যবসায়িক পণ্য৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপার মূল্যমানসম্পূর্ণ মূল্যের ২.৫%
স্বর্ণ, রৌপ্য বা স্বর্ণ এবং রৌপ্যের অলংকার৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপার অলংকারসম্পূর্ণ মূল্যের ২.৫%
কৃষিজাত দ্রব্যআবু হানিফার মতে, যেকোনো পরিমাণ;অন্যান্যদের মতে, ৫ ওয়াসাক বা ২৬ মণ ১০ সেরবৃষ্টিতে উৎপাদিত দ্রব্যের ১০%
খনিজ দ্রব্যযেকোনো পরিমাণদ্রব্যের ২০%
ভেড়া-ছাগল৪০-১২০টি১২১-২০০টি২০১-৪০০টি৪০০-৪৯৯টি৫০০ বা ততোধিক১টি ভেড়া বা ছাগল২টি ভেড়া বা ছাগল৩টি ভেড়া বা ছাগল৪টি ভেড়া বা ছাগল৫টি ভেড়া বা প্রতি শ’তে ১টি
গরু-মহিষ৩০-৩৯টি৪০-৪৯টি৫০-৫৯টি৬০-৬৯টি৭০-৭৯টি৮০-৮৯টি৯০-৯৯টি১০০-১১৯টি১টি এক বছরের বাছুর১টি দুই বছরের বাছুর২টি দুই বছরের বাছুর১টি তিন বছরের এবং ১টি দুই বছরের বাছুর২টি তিন বছরের বাছুর৩টি দুই বছরের বাছুর১টি তিন বছরের এবং ২টি দুই বছরের বাছুরদুই বছরের বাছুর -এভাবে ঊর্ধ্বে হিসাব হবে
উট৫-৯টি১০-১৪টি১৫-১৯টি২০-২৪টি২৫-৩৫টি৩৬-৪৫টি৪৬-৬০টি৬১-৭৫টি৭৯-৯০টি৯১-১২০টি১২১-১২৯টি১৩০-১৩৪টি১৩৫-১৩৯টি১৪০-১৪৪টি১৪৫-১৪৯টি১৫০ এবং তদুর্ধ্ব১টি তিন বছরের খাশি অথবা ১টি এক বছরের বকরি২টি এক বছরের বকরি৩টি এক বছরের বকরি৪টি এক বছরের বকরি৪টি এক বছরের মাদী উট২টি তিন বছরের মাদী উট২টি চার বছরের মাদী উট১টি পাঁচ বছরের মাদী উট২টি তিন বছরের মাদী উট২টি চার বছরের মাদী উট২টি চার বছরের মাদী উট এবং ১টি ছাগল২টি চার বছরের মাদী উট এবং ২টি ছাগল২টি চার বছরের মাদী উট এবং ৩টি ছাগল২টি চার বছরের মাদী উট এবং ৪টি ছাগল২টি চার বছরের মাদী উট এবং ১টি দুই বছরের উট৩টি ৪ বছরের মাদী উট এবং প্রতি ৫টিতে ১টি ছাগল
ঘোড়া(এক্ষেত্রে তিনটি মত পাওয়া যায়)যাকাত নেইকিংবা সম্পূর্ণ মূল্যের ২.৫%কিংবা প্রতিটি ঘোড়ার জন্য ১ দিনার পরিমাণ অর্থ
শেয়ার, ব্যাংক নোট, স্টক৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপার মূল্যমানসম্পূর্ণ মূল্যের ২.৫%, তবে কোম্পানী যাকাত দিলে ব্যক্তিগতভাবে যাকাত দিতে হবে না
অংশীদারী কারবার ও মুদারাবা৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপার মূল্যমানপ্রথমে সম্পত্তির যাকাত দিতে হবে, মূলধনের নয়। এরপর লাভ বন্টিত হবে। যাকাত ব্যক্তিগতভাবে লাভের উপর হবে। একভাগ (২.৫%) দিবে মূলধন সরবরাহকারী এবং একভাগ (২.৫%) দিবে শ্রমদানকারী।

সাদাকা

সাদাকা হলো স্বেচ্ছায় আল্লাহর পথে দান করা। এটি যাকাতের মতো ফরজ নয়, তবে আধ্যাত্মিক কল্যাণ এবং সামাজিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব রাখে।

মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ)…হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ হুরায়রাহ (রাযিঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি হাদীস বর্ণনা করলেন। এর মধ্যে একটি হলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

“প্রত্যেক ব্যক্তির শরীরের প্রত্যেকটি গ্রন্থির উপর প্রতিদিনের জন্য সাদাকা ধার্য রয়েছে। দু’ ব্যক্তির মধ্যে ইনসাফ করে দেয়াও একটি সাদাকা। কোন ব্যক্তিকে সওয়ারীর উপর আরোহণে সাহায্য করা অথবা তার মালামাল সওয়ারীর উপরে তুলে দেয়াও একটি সাদাকা্। তিনি আরো বলেন, সকল প্রকার ভাল কথাই এক একটি সাদাকা, সালাত (সালাত/নামাজ/নামায) আদায়ের জন্য মসজিদে যেতে যতটি পদক্ষেপ ফেলা হয় তার প্রতিটিই এক একটি সাদাকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাও একটি সাদাকা।” (সহীহ মুসলিম: ১০০৯)

সাদাকা শুধু অর্থ দান নয়; এটি সময়, শ্রম, জ্ঞান, বা অন্য কোনো উপায়েও হতে পারে। উদাহরণস্বরূপ, দারিদ্র্যবিমুক্ত শিশুদের শিক্ষার জন্য বই দেওয়া, অভাবী ব্যক্তির জন্য পরামর্শ বা সহায়তা প্রদান, এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এগুলো সাদাকার অংশ।

সাদাকার ধরণ ও প্রয়োগ

সাদাকা শুধু অর্থ নয়; এটি সময়, শ্রম, জ্ঞান বা পরামর্শ দান করেও হতে পারে। উদাহরণস্বরূপ:

যাকাত ও সাদাকার পার্থক্য ও সম্পর্ক

যাকাত এবং সাদাকা উভয়ই ইসলামে সম্পদ দানের ইবাদত, কিন্তু তাদের মধ্যে কিছু মূল পার্থক্য ও সম্পর্ক আছে।

বিষয়            যাকাত        সাদাকা
অর্থইসলামে ফরজ করা ধন/সম্পদ যা নির্দিষ্ট নিসাব ও হার অনুযায়ী দরিদ্র ও নির্দিষ্ট প্রাপকদের দেওয়া হয়স্বেচ্ছায় দেওয়া অর্থ, সম্পদ বা অন্য কোনো সাহায্য, যা ফরজ নয়
ফরজ/সচেতনতাফরজ (আল্লাহর আদেশ অনুযায়ী)স্বেচ্ছা, যে কোনো সময়, যে কোনো পরিমাণ
লক্ষ্যসম্পদকে বিশুদ্ধ করা, দরিদ্রদের সহায়তা, সমাজে ন্যায়বিচারআল্লাহর সন্তুষ্টি, গুনাহ মাফ, মানুষের সহায়তা এবং আল্লাহর নৈকট্য অর্জন
নিয়মিততাবছরে একবার বা নির্দিষ্ট সময়েইচ্ছামত, যেকোনো সময় এবং যে কোনো পরিমাণে

ইসলামে দান ও সমাজকল্যাণের সম্পর্ক

ইসলামে দান কেবল একটি আধ্যাত্মিক ইবাদত নয়, এটি সমাজে নির্দিষ্ট নৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ফরজ এবং সুপারিশকৃত ব্যবস্থা।

দরিদ্র ও অসহায়দের কল্যাণ

সম্পদের ন্যায়বিচার এবং সামাজিক সমতা

সামাজিক সংহতি ও একতা বৃদ্ধি

আর্থিক নিরাপত্তা এবং জরুরি সহায়তা

আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা

সমাজকল্যাণ ও অর্থনৈতিক প্রভাব

উপসংহার

ইসলামে যাকাত ও সাদাকা কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং সমাজে অর্থনৈতিক ন্যায়, সামাজিক সমতা এবং মানবিক কল্যাণ প্রতিষ্ঠার শক্তিশালী হাতিয়ার। যাকাত ফরজভাবে সম্পদবান মুসলিমদের উপর আরোপিত হয়েছে, যাতে তাদের ধনসম্পদ ন্যায়সঙ্গতভাবে বিতরণ হয়, দরিদ্র ও অসহায়দের মৌলিক চাহিদা পূরণ হয় এবং সমাজে অর্থনৈতিক বৈষম্য কমে। অপরদিকে, সাদাকা হলো স্বেচ্ছায় আল্লাহর পথে দান, যা ব্যক্তি ও সমাজকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে, সহমর্মিতা ও উদারতা বৃদ্ধি করে এবং নৈতিক সচেতনতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি ইবাদত একসাথে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর, সমাজে ঐক্য ও সংহতি বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যম, পাশাপাশি মুসলিমদেরকে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয়। ফলস্বরূপ, যাকাত ও সাদাকা ব্যক্তি ও সমাজকে একসাথে আর্থিকভাবে শক্তিশালী, নৈতিকভাবে উন্নত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ রাখে, যা সমাজকে স্থিতিশীল ও সমৃদ্ধ করার পথে একটি অব্যাহত দিশা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *